সালাতুল ফজর
ফজরে প্রথমে ২ রাকাআত সুন্নাত এবং পরে ২ রাকাআত ফরজ।
সালাতুল জোহর
যোহরের নামাজ প্রথমে ৪ রাকাআত সুন্নাত। তারপর ৪ রাকাআত ফরজ এবং তারপর দুই রাকাআত সুন্নাত। এ ১০ রাকাআত পড়া উত্তম। কেউ কেউ শেষ ২ রাকআত নফল নামাজও পড়ে। এ হিসেবে জোহরের নামাজ ১২ রাকাআত আদায় করা হয়।
সালাতুল আসর
আসরের নামাজ ৪ রাকাআত পড়া ফরজ। কেউ কেউ ফরজের পূর্বে ৪ রাকাআত সুন্নাত নামাজ পড়ে থাকে।
সালাতুল মাগরিব
মাগরিবে প্রথম ৩ রাকাআত ফরজ। তারপর ২ রাকাআত সুন্নাত। কেউ কেউ সুন্নাতের পর ২ রাকাআত নফল পড়ে থাকে।
সালাতুল ইশা
ইশার নামাজে ৪ রাকাআত ফরজ। তারপর ২ রাকাআত সুন্নাত। অতপর ৩ রাকাআত বিতর। বিতর পড়া ওয়াজিব। অনেকে ফরজের পূর্বে ৪ রাকাআত সুন্নাত এবং বিতরের পর ২ রাকাআত নফলও নামাজ পড়ে থাকে।
পরিশেষে
সমগ্র মুসলিম উম্মাহকে ফজর ৪ রাকাআত; জোহর ১০ রাকাআত; আসর ৪ রাকাআত, মাগরিব ৫ রাকাআত এবং ইশার ৯ রাকাআত নামাজ যথাযথ আদায়ে যত্নবান হওয়া আবশ্যক।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন