আমরা মুসলিম না মুমিন ?
আমরা অনেকেই জানিনা মুসলিম আর মুমিনের মধ্যে পার্থক্য আছে, যে পার্থক্যটা পবিত্র কুরআনে পাকে বর্ণিত আছে ।
এখানে আমরা মুসলিম ও মুমিন এর মধ্যে পার্থক্য জানবো ।
১। মুসলিম = এক আল্লাহ্র কাছে আত্মসমর্পণ করা, (সূরা হুজুরাত-৪৯ঃ১৪)
২। মুমিন = এক আল্লাহ্র কাছে আত্মসমর্পণ করা সাথে নবী রাসুল (সঃ) এবং ইসলাম ধর্মীয় বিধান বিশ্বাস করা এবং সেঅনুযায়ী জীবন যাপন করা। (সূরা আনফাল-৯ঃ২-৪)
আতএব, আমরা বলতে পারি যে সকল মুমিনই মুসলমান কিন্তু সকল মুসলমান মুমিন কি না তা শুধুমাত্র আল্লাহ্ই জানেন।
এরপরেও কুরআনে সূরা কাসাস (২৮ঃ৫৩) –তে বলা আছে “যখন তাদের নিকট এটা আবৃতি করা হয়, তখন তারা বলেঃ আমরা এতে ঈমান আনি, এটা আমাদের প্রতিপালক হতে আগত সত্য। আমরা তো পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম।১”
এখানে আমি সামান্য কিছু তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছি।
ধন্যবাদ ।
এখানে আমি সামান্য কিছু তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছি।
ধন্যবাদ ।